Chromosome

বংশগতির ধারক ও বাহক – Chromosome

Total
0
Shares

‘বংশ হতে পাওয়া’, ‘বাবা থেকে পাওয়া’, ‘মায়ের মত হইছে’ এই রকম কথা আমরা কম বেশি সবাই শুনেছি। কিন্তু এর পেছনের বিজ্ঞানটা আমরা কতোটুকু জানি? চলুন আজকে না হয় একটু জানার চেষ্টা করি।

কোষ এবং ক্রোমোসোম

মানবদেহের একক হলো কোষ, একথা সবার জানা। অনেকগুলো কোষ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত আর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে মানবদেহ। মানবদেহকে যদি একটি বিল্ডিং এর সাথে তুলনা করা হয় তবে প্রতিটি দেয়াল হবে এর অঙ্গ-প্রত্যঙ্গ আর প্রতিটি ইট হবে এর কোষ। তবে ইট খালি চোখে দেখা গেলেও দেহের সকল কোষ কিন্তু খালি চোখে দেখা যায় না। নিউক্লিয়াস হচ্ছে সেই কোষের প্রাণকেন্দ্র যার মধ্যে আছে বংশগতির ধারক ও বাহক ক্রোমোসোম। এই ক্রোমোসোমই মাতাপিতার বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায় সন্তানের দেহে। ক্রোমোসোমে থাকা ডিএনএ অণুতেই লিখিত থাকে জীবের সকল ধরণের বৈশিষ্ট্য। প্রত্যেক মানুষের একটি কোষে মোট ২৩ জোড়া (৪৬ টি) ক্রোমোসোম আছে যার মধ্যে ২২ জোড়া অটোসোম যা দেহের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আর ১ জোড়া সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম যা আপনি ছেলে না মেয়ে তা নির্ধারণ করে। এই ৪৬ টি ক্রোমোসোমের ২৩ টি আসে মা হতে আর বাকি ২৩ টি আসে বাবা হতে। 

মানব কোষের ক্রোমোসোম (https://www.genome.gov)

ক্রোমোসোম সংখ্যা পুনরুদ্ধার

এখন প্রশ্ন আসতে পারে মা থেকে ২৩ জোড়া আর বাবা থেকে ২৩ জোড়া আসলে তো মোট ৪৬ জোড়া (৯২ টি) ক্রোমোজোম থাকার কথা সন্তানের। কিন্তু এমনটা হয় না। দৈহিক কার্যাবলির জন্য প্রতিটি প্রজন্মে ক্রোমোসোম সংখ্যা একই থাকা প্রয়োজন। আর এই একই সংখ্যাকে বজায় রাখতে দেহে ঘটে মিয়োসিস কোষ বিভাজন নামের এক জটিল প্রক্রিয়া। আমাদের দেহে প্রধানত দুই ধরনের কোষ পাওয়া যায়; দেহকোষ যা দৈহিক বৃদ্ধিতে ভূমিকা রাখে এবং জননকোষ যা থেকে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হয়।  মিয়োসিস প্রক্রিয়া জনন কোষকে বিভাজিত করে ডিম্বাণু বা শুক্রাণু কোষ তৈরি করে যাতে থাকে ২৩ টি ক্রোমোসোম। আর এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যে ভ্রূণ তৈরি করে তাতে থাকে ৪৬ টি ক্রোমোসোম। এভাবেই ক্রোমোসোমের সংখ্যা প্রজন্ম থেকে প্রজন্মে পুনরুদ্ধার হয়। অপরদিকে, দেহকোষ মাইটোসিস বিভাজনের মাধ্যমে শুধু কোষের সংখ্যা বৃদ্ধি করতে থাকে; এরা বংশগতিতে কোনো ভূমিকা রাখে না।

উওজেনেসিস এবং স্পার্মাটোজেনেসিস এর প্রক্রিয়া (https://ib.bioninja.com)

নতুন প্রজন্ম

শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে সৃষ্ট ভ্রূণ থেকে শুরু হয় নতুন প্রজন্মের যাত্রা। বারংবার মাইটোসিস কোষ বিভাজনের ফলে ১টি থেকে ২টি, ২টি থেকে ৪টি, ৪টি থেকে ৮টি এভাবে ক্রমশ কোষের সংখ্যা বাড়তে থাকে; যার মাধ্যমে ভ্রূণ ধীরে ধীরে রূপান্তরিত হয় মানবশিশু তে। আর এভাবেই জীবের বৈশিষ্ট্য প্রজন্ম থেকে প্রজন্ম তে সঞ্চারিত হয়।

এবার বলুন তো আপনার ক্রোমোসোমের অর্ধেক মা হতে আর অর্ধেক বাবা হতে আসলেও আপনি কেনো অর্ধেক মা আর অর্ধেক বাবার মতো নন? 

উত্তর জানান কমেন্ট বক্সে।

Source:

Writer: Mrs.Genos | thegenoslife@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Interesting Facts related to Coffee

কফি সম্পর্কিত কিছু মজার তথ্য- Interesting Facts related to Coffee

“Coffee – the favorite drink of the civilized world.” – Thomas Jefferson  সকালে ঘুম থেকে উঠার পর পরই চাঙ্গা হওয়ার জন্য কারো চাই কফি, কারো আবার নাস্তার সাথে, কারো আবার…
Interesting facts of DNA

ডিএনএ সম্পর্কে মজার তথ্য – Interesting facts of DNA

জীবের ব্লুপ্রিন্ট বা নীল নকশা নামে পরিচিত ডিএনএ অণু। খুব ক্ষুদ্র হলেও এর বিশালত্ব অনেক। ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ আর আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন যা জীবের সকল কাজ…
Mysteries of Human Body

মানবদেহের রহস্য- Mysteries of Human Body

সৃষ্টির শুরু থেকেই মানবদেহ এক রহস্য। ৬০% এর বেশি পানি, বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ, বিভিন্ন পেশি, ২০৬ টি হাড় এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত এই সৃষ্টির অনেকটাই এখন…
Hyperhidrosis (Sweaty Hands Syndrome)

হাতের তালু ও পায়ের পাতায় অতিরিক্ত ঘাম – Hyperhidrosis (Sweaty Hands Syndrome)

ভোটার আইডি কার্ড করবেন অথবা সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করবেন, চাই আপনার আঙুলের ছাপ। কিন্তু মেশিন ঠিক থাকার পরেও নিচ্ছে না আপনার আঙুলের ছাপ। এদিকে লাইনের বাকি মানুষ আপনার উপর ভীষণ…
genetic disorder and Bangladesh

জিনগত রোগ এবং বাংলাদেশ – Genetic Disorders and Bangladesh

বাংলাদেশের প্রেক্ষাপটে ডায়রিয়া, কলেরা, ঠান্ডা জ্বর, পোলিও, জন্ডিস, বসন্ত – এসব সংক্রামক ব্যাধি খুবই পরিচিত। এর মধ্যে কিছু ব্যাধি কয়েক বছর আগেও ছিলো ভয়াবহ। কিন্তু এসব রোগকে ছাপিয়ে যে রোগ…
gut-bacteria

খাবেন আপনি হজম করবে ব্যাকটেরিয়া – Gut Bacteria

খাবেন আপনি হজম করবে ব্যাকটেরিয়া কেমন হবে যদি আপনার গলাধঃকৃত খাদ্য হজম করে দেয় ব্যাকটেরিয়া! এরকমটাই হয়ে আসছে আপনার জন্মের পর থেকে আপনারই অগোচরে। ব্যাকটেরিয়ার কথা শুনলেই আমাদের যেটা সর্বপ্রথম…