ঔষধ মানবদেহে কিভাবে কাজ করে?

Total
0
Shares

ঔষধ বলতে সাধারণত ক্যাপসুল এবং ট্যাবলেটকেই সাধারনভাবে ধরা যায়। মানবদেহে ঔষধ প্রবেশ করে বিভিন্ন কোষের সাথে কাজ করে। এই কাজের ফলাফল হিসেবে আমরা সুস্থতা বোধ করি।আমরা অনেকেই বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে থাকি। আমাদের শরীরে এসব ঔষধ কিভাবে কাজ করে? মানবদেহে ঔষধের কার্যপ্রণালী কেমন?

শরীরের কোথায় কিভাবে ঔষধ কাজ করে?

একটি উদাহরণ মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করা যাক : ক্যাপসুলের কথাই ধরা যাক। এর বাইরে একটি আবরণ থাকে; যেটি সাধারণত জেলাটিন নামক একটি পদার্থ। প্রাণী কোলাজেন টিস্যু থেকে জেলাটিন প্রস্তুত করা হয়। এটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বচ্ছ ধরণের পদার্থ।

প্রায় সকল প্রকার ঔষধ ২ ধরনের উপাদানের সমন্বয়ে হয়ে থাকে। তা হলো

  • সক্রিয় উপাদান
  • নিষ্ক্রিয় উপাদান।

তবে মানব দেহে ঔষধের সক্রিয় উপাদান গুলো প্রধান কাজ করে। আর নিষ্ক্রিয় বা এক্সিপিয়েন্ট এর ভূমিকা গৌণ।

নিষ্ক্রিয় বা এক্সিপিয়েন্ট

নিষ্ক্রিয় উপাদান বা এক্সিপিয়েন্ট এর কাজ কম হলেও সাধারণত একটি ট্যাবলেট বা ক্যাপসুলে এটি বেশ ভাল পরিমাণে ব্যবহৃত হয়। এর কারণ হলো – কিছু ঔষধের জন্য সক্রিয় উপাদান খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয়। এর পরিমান সাধারণত ১০০ এর কম বেশি মাইক্রোগ্রামের মতো।এই সামান্য পরিমাণ উপাদান দিয়ে একটি আস্ত ক্যাপসুল অথবা ট্যাবলেট প্রস্তুত করা সম্ভব নয়। এজন্য একটি পূর্ণাঙ্গ ক্যাপসুল বা ট্যাবলেট এর আকৃতিতে আনার জন্য এতে পর্যাপ্ত পরিমাণে নিষ্ক্রিয় উপাদান মেশানো হয়।

মানব দেহে এর কার্যপ্রণালী কেমন?

মানব দেহের বিভিন্ন কাজ প্রোটিন দ্বারা সম্পাদিত হয়ে থাকে। এই প্রোটিনগুলো বিভিন্ন আকৃতিতে আমাদের দেহে অবস্থিত। দেহের বিভিন্ন কাজে এই প্রোটিন গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।এই প্রোটিন গুলো শরীরের বিভিন্ন কোষের সাথে কাজ করে থাকে। প্রতিটি প্রোটিনের নির্ধারিত কাজ রয়েছে এবং এটি নির্দিষ্ট কোষের সঙ্গে কাজ করে। যে ঔষধ যে উদ্দেশ্যে প্রস্তুত করা হয়; সেই লক্ষ্য পূরণের জন্য এই প্রোটিন গুলো কাজ করে।

ঔষধ মানব দেহে কোষের সাথে ২ভাবে কাজ করে।

  • একটি হলো – কোষের স্বাভাবিক কার্যক্রমে পরিবর্তন এনে
  • দ্বিতীয়টি হলো কোষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে। রোগের সমাধান কোষের পরিবর্তনে রয়েছে অথবা কোষের সাধারণ কার্যক্রম বন্ধে।

উদাহরণস্বরূপ, প্যারাসিটামল ঔষধের ব্যাপারে বলা যায়। এটি একটি জ্বর এবং ব্যথানাশক ঔষধ। বিজ্ঞানীদের মতে, অন্যান্য ব্যথানাশক ঔষধের মতো প্যারাসিটামল মানব দেহের কক্স নামক এনজাইমকে বাধাগ্রস্থ করার মাধ্যমে কাজ করে।কক্স এনজাইমটি মানবদেহে প্রদাহ বা ব্যাথা হওয়ার কারণ। এই কোষটির কাজে প্যারাসিটামল বাঁধা দেয়ার মাধ্যমে কাজ করে। কক্স এনজাইমের কাজ বাধাগ্রস্ত হলে তা প্রস্টাগ্ল্যান্ডিং কে ব্যাথা ও জ্বর উৎপন্ন করতে দেয়না। ফলে ব্যাথা এবং জ্বর কমে যায়।

আশা করি, উপরের লেখাগুলো পড়ার পর আপনি মানব দেহে ঔষধের কার্যপ্রণালী সম্বন্ধে বুঝতে পেরেছেন এবং ঔষধ কিভাবে কাজ করে?

অনেক সময় ঔষধ গ্রহন করার পরও আমরা ভাল ফল পাইনা; ঔষধ আমাদের দেহে কাজ করে না। আবার অনেকে রোগাক্রান্ত হলেও কোন প্রকার ঔষধ গ্রহন ছাড়াই সুস্থ হয়ে ওঠে
এর কারণ হলো – ঔষধ আল্লাহর ইচ্ছায় আমাদের দেহে কাজ করে। যেকোন ঔষধ গ্রহনের পূর্বে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন। আন্দাজে ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। কেননা, ভুল ঔষধ গ্রহনে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Interesting Facts related to Coffee

কফি সম্পর্কিত কিছু মজার তথ্য- Interesting Facts related to Coffee

“Coffee – the favorite drink of the civilized world.” – Thomas Jefferson  সকালে ঘুম থেকে উঠার পর পরই চাঙ্গা হওয়ার জন্য কারো চাই কফি, কারো আবার নাস্তার সাথে, কারো আবার…
Chromosome

বংশগতির ধারক ও বাহক – Chromosome

‘বংশ হতে পাওয়া’, ‘বাবা থেকে পাওয়া’, ‘মায়ের মত হইছে’ এই রকম কথা আমরা কম বেশি সবাই শুনেছি। কিন্তু এর পেছনের বিজ্ঞানটা আমরা কতোটুকু জানি? চলুন আজকে না হয় একটু জানার…
Interesting facts of DNA

ডিএনএ সম্পর্কে মজার তথ্য – Interesting facts of DNA

জীবের ব্লুপ্রিন্ট বা নীল নকশা নামে পরিচিত ডিএনএ অণু। খুব ক্ষুদ্র হলেও এর বিশালত্ব অনেক। ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ আর আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন যা জীবের সকল কাজ…
Mysteries of Human Body

মানবদেহের রহস্য- Mysteries of Human Body

সৃষ্টির শুরু থেকেই মানবদেহ এক রহস্য। ৬০% এর বেশি পানি, বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ, বিভিন্ন পেশি, ২০৬ টি হাড় এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত এই সৃষ্টির অনেকটাই এখন…
Hyperhidrosis (Sweaty Hands Syndrome)

হাতের তালু ও পায়ের পাতায় অতিরিক্ত ঘাম – Hyperhidrosis (Sweaty Hands Syndrome)

ভোটার আইডি কার্ড করবেন অথবা সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করবেন, চাই আপনার আঙুলের ছাপ। কিন্তু মেশিন ঠিক থাকার পরেও নিচ্ছে না আপনার আঙুলের ছাপ। এদিকে লাইনের বাকি মানুষ আপনার উপর ভীষণ…
genetic disorder and Bangladesh

জিনগত রোগ এবং বাংলাদেশ – Genetic Disorders and Bangladesh

বাংলাদেশের প্রেক্ষাপটে ডায়রিয়া, কলেরা, ঠান্ডা জ্বর, পোলিও, জন্ডিস, বসন্ত – এসব সংক্রামক ব্যাধি খুবই পরিচিত। এর মধ্যে কিছু ব্যাধি কয়েক বছর আগেও ছিলো ভয়াবহ। কিন্তু এসব রোগকে ছাপিয়ে যে রোগ…