Hyperhidrosis (Sweaty Hands Syndrome)

হাতের তালু ও পায়ের পাতায় অতিরিক্ত ঘাম – Hyperhidrosis (Sweaty Hands Syndrome)

Total
0
Shares

ভোটার আইডি কার্ড করবেন অথবা সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করবেন, চাই আপনার আঙুলের ছাপ। কিন্তু মেশিন ঠিক থাকার পরেও নিচ্ছে না আপনার আঙুলের ছাপ। এদিকে লাইনের বাকি মানুষ আপনার উপর ভীষণ বিরক্ত। কিংবা পরীক্ষার হলে পুরা খাতা ভিজে যাচ্ছে, কলম পিছলে যাচ্ছে লিখতেই পারছেন না। এটা কি শুধুই নার্ভাস হয়ে যাওয়ার জন্য? এমন নানা বিপত্তিকর অবস্থায় পরতে হয় অদ্ভূত এক রোগের ব্যক্তিদেরকে যার নাম হাইপারহাইড্রোসিস বা হাত-পায়ের তালু ভেজা রোগ।

হাইপারহাইড্রোসিস কী?

সাধারণত আমাদের হাতের তালু এবং পায়ের পাতায় কোন ঘর্মগ্রন্থি থাকেনা। তাই শরীরের বাকী অংশ ঘামালেও হাত পা শুকনো থাকে। এই ব্যতিক্রমটাই হয় হাইপারহাইড্রোসিসের রোগীর। তারা জন্মগতভাবে হাতের তালু ও পায়ের পাতায় ঘামের গ্রন্থি নিয়ে জন্ম নেয়। ফলাফল দিনের বেশীর ভাগ সময় ঐ দুই জায়গা ভেজা থাকা। যেটা প্রকট আকার ধারণ করে যে কোন স্ট্রেসের সময়। তবে ব্যক্তিবিশেষে গ্রন্থিসংখ্যার ওপর এই পানি ঝরার পরিমাণ কম বেশী হয়।

জটিলতা

সেই ছোটবেলা থেকে এই ভুক্তভোগীদেরকে হাতে এক্সট্রা কাগজ, রুমাল, একটু বড়বেলায় টিস্যু পেপার, গায়ের ওড়না সারাক্ষণ কাজে লাগাতে হতো সেই হাত মোছায়। ভালো কোন ব্রান্ডের জুতা পরা তো দূরে থাক জুতা কিনতে বাড়তি সতর্কতা বজায় রাখতে হয় সবসময়, যেন হাঁটতে গেলে পা স্লিপ না করে। কি যে এক বিশ্রী অবস্থা তা শুধু যারা এই অবস্থার মধ্য দিয়ে যায় তারাই ভালো জানে।

চিকিৎসা

এমন বিব্রতকর অবস্থা থেকে সাময়িক পরিত্রাণের জন্য বিভিন্ন চিকিৎসা থাকলেও এর একমাত্র স্থায়ী ওষুধ হলো সার্জারি। উন্নত দেশগুলোতে এই অপারেশন করা হয় যার নাম হচ্ছে ল্যাপারোস্কোপিক সারভাইক্যাল সিমপ্যাথেকটমি। অর্থাৎ যেই নার্ভ আমাদের হাতের তালুতে থাকা ঘামের গ্রন্থি থেকে নিঃসরন ঘটায় সেই নার্ভটার সংযোগ নষ্ট করে দেয়া।

আমাদের দেশে অনেকেই এই রোগের চিকিৎসার জন্য চর্মরোগের ডাক্তার দেখান বা কিছু মেডিসিন গ্রহণ করে যা কেবলই সাময়িক সময়ের জন্য হাতের ঘামানো কমাতে পারে। আবার বোটক্স নামের এক ইঞ্জেকশন দিয়েও এর চিকিৎসা হয় ,তবে সেটিও স্থায়ী নয়। ১৯৬০ এর দশকে আয়নটোফোরেসিস (Iontophoresis) নামের এক পদ্ধতির প্রচলন শুরু হয় হাইপারহাইড্রোসিসের চিকিৎসায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এবং টেকনোলজী বিভাগের বিজ্ঞানীরা এই পদ্ধতিকে কাজে লাগিয়ে এক ডিভাইস ডিজাইন করে যা অ্যান্টি-সোয়েট (ANTI-SWEAT) নামে পরিচিত। ঘরে বসেই এই যন্ত্রের মাধ্যমে অনেক রোগী হাত পা এর তালু ঘামার নিরাময় করছেন।

আমাদের দেশে এই রোগের রোগীর সংখ্যা নেহাত কমও নয়। কিন্তু যাদের সমস্যা গুরুতর নয় তারা চিকিৎসার ব্যাপারটি জোর দিয়ে আমলে নেন না। তবে গুরুতর সমস্যার ক্ষেত্রে চিকিৎসা নেয়াটা খুবই জরুরি।

আপনি যদি হাইপারহাইড্রোসিসের রোগী হোন তবে আপনার বিব্রতকর পরিস্থিতি শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে।

লেখকঃ ডাঃ জান্নাতুল ফেরদৌস, (MBBS, DCH (Sydney), FRACGP

এডিটরঃ মিস জেনোস

Source:

  1. Facebook post
  2. হাত পা ঘামছে আপনার? বাংলাদেশের প্রযুক্তিতে আছে সুন্দর সমাধান | Bi-BEAT LTD (bibeat.com)
  3. অতিরিক্ত হাত পা ঘামের চিকিৎসা সেবা | Department of Biomedical Physics & Technology, DU
  4. Sweaty palms and feet: Hyperhidrosis and you | The Daily Star 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Interesting Facts related to Coffee

কফি সম্পর্কিত কিছু মজার তথ্য- Interesting Facts related to Coffee

“Coffee – the favorite drink of the civilized world.” – Thomas Jefferson  সকালে ঘুম থেকে উঠার পর পরই চাঙ্গা হওয়ার জন্য কারো চাই কফি, কারো আবার নাস্তার সাথে, কারো আবার…
Chromosome

বংশগতির ধারক ও বাহক – Chromosome

‘বংশ হতে পাওয়া’, ‘বাবা থেকে পাওয়া’, ‘মায়ের মত হইছে’ এই রকম কথা আমরা কম বেশি সবাই শুনেছি। কিন্তু এর পেছনের বিজ্ঞানটা আমরা কতোটুকু জানি? চলুন আজকে না হয় একটু জানার…
Mysteries of Human Body

মানবদেহের রহস্য- Mysteries of Human Body

সৃষ্টির শুরু থেকেই মানবদেহ এক রহস্য। ৬০% এর বেশি পানি, বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ, বিভিন্ন পেশি, ২০৬ টি হাড় এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত এই সৃষ্টির অনেকটাই এখন…
Human Genome

আপনার আর টম ক্রুজের বা জ্যাকি চ্যান এর মধ্যে মিল ৯৯.৯%! – Human Genome

কেমন হবে যদি বলা হয় আপনার আর টম ক্রুজের বা জ্যাকি চ্যান এর মধ্যে মিল ৯৯.৯% আর অমিল ০.১% । খুব বিস্মিতই হবেন বৈ কি! তবে এখানে যে মিল অমিলের…
gut-bacteria

খাবেন আপনি হজম করবে ব্যাকটেরিয়া – Gut Bacteria

খাবেন আপনি হজম করবে ব্যাকটেরিয়া কেমন হবে যদি আপনার গলাধঃকৃত খাদ্য হজম করে দেয় ব্যাকটেরিয়া! এরকমটাই হয়ে আসছে আপনার জন্মের পর থেকে আপনারই অগোচরে। ব্যাকটেরিয়ার কথা শুনলেই আমাদের যেটা সর্বপ্রথম…
Thalassemia

থ্যালাসেমিয়া কি ? প্রতিরোধ ,ও এর সম্পর্কে জানা কেন প্রয়োজন ? Thalassemia and it’s Prevention

থ্যালাসেমিয়া (ইংরেজি: Thalassemia) একটি অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রক্তের রোগ। এই রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেনস্বল্পতা বা “অ্যানিমিয়া”তে ভুগে…