Dengue and it's outbreak in Bangladesh

ডেঙ্গু ভাইরাস, এর প্রাদুর্ভাব ও বাংলাদেশ-Dengue and it’s Outbreak in Bangladesh

Total
0
Shares

ডেঙ্গু, একটি মশাবাহিত রোগ যা ২০০০ সাল থেকে ক্রমবর্ধমান অসুস্থতা এবং মৃত্যুহারের কারণে বাংলাদেশের ক্রমবর্ধমান জনস্বাস্থ্যের জন্য হুমকিতে পরিণত হয়েছে। ২০১৯ সালে প্রথম বাংলাদেশের জনগণ ডেঙ্গুর সবচেয়ে বাজে প্রাদুর্ভাবের সাক্ষী হয়েছিলো। ২০২২ সালেও তা ভয়াবহ রূপেই আছে।

ডেঙ্গু ভাইরাস ও জ্বর

ডেঙ্গু, মশাবাহিত রোগ, এডিস মশার কামড়ে, প্রাথমিকভাবে এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিকটাস, বিশ্বব্যাপী সবচেয়ে প্রচলিত মানব আর্বোভাইরাল সংক্রমণ হিসেবে বিবেচিত হয়। আনুমানিক, ১২৮ টি দেশে বসবাসকারী ৩.৮ বিলিয়ন মানুষ ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে মনে করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মতে, বিশ্বব্যাপী ডেঙ্গুর কারণে প্রতি বছর প্রায় ২০,০০০ মৃত্যু ঘটে। ডেঙ্গু জ্বরের (DF) কারণ হল ডেঙ্গু ভাইরাসের ৪টি সেরোটাইপ (DENV-1, 2, 3, এবং 4) এর যে কোনও একটির সংক্রমণ। এই ডেঙ্গু জ্বর পরবর্তীতে মারাত্মক রোগ ডেঙ্গু হেমোরেজিক ফিভার (DHF) এবং ডেঙ্গু শক সিন্ড্রোম (DSS) হিসাবে দেখা দিতে পারে।

ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহ (Source: https://healthlibrary.askapollo.com)

বাংলাদেশে ডেঙ্গুর আবির্ভাব

প্রথম ডেঙ্গু ভাইরাস সংক্রমণ দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া গিয়েছিল এবং বিশ্বব্যাপী ডেঙ্গুর ঝুঁকিতে থাকা প্রায় ৫২% মানুষ বিশ্বের এই অংশে বাস করে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত এবং ডেঙ্গু বাহক এবং এর সংক্রমণের জন্য উপযুক্ত আবাসস্থল হয়ে উঠেছে। বাংলাদেশে ১৯৬৪ সালে প্রথম ডেঙ্গু সংক্রামক শনাক্ত করা হয়েছিল। বিক্ষিপ্ত কেস এবং ছোট প্রাদুর্ভাবগুলি ক্লিনিক্যালি পরামর্শ দেয় যে ১৯৬৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু হয়েছিল কিন্তু সেগুলি আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করা হয়নি। ২০০০ সালে, বাংলাদেশে ডেঙ্গুর একটি মারাত্মক প্রাদুর্ভাব ঘটেছিল যার মধ্যে ৫৫৫১ জন অসুস্থ হয়েছিলো এবং ৯৩ জন মারা গিয়েছিল। পরবর্তী বছরগুলিতে ডেঙ্গুর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে ২০১৪ সালে ৩৭৫ টি কেসে নেমে আসে। যাই হোক, ২০১৬ সালে, বাংলাদেশে DENV-2 প্রাদুর্ভাবের সাথে প্রায় ৬১০০ ডেঙ্গুর ঘটনা রিপোর্ট করা হয়েছে। তিন বছর পর, ২০১৯ সালে, বাংলাদেশে ১,১২,০০০ টি কেস এবং ১২৯ জনের মৃত্যু সহ বার্ষিক সর্বোচ্চ ডেঙ্গু ঘটনা ঘটেছে। এটি ছিলো এখন পর্যন্ত বাংলাদেশে সংঘটিত প্রথম বৃহত্তম প্রাদুর্ভাব। দ্বিতীয় বৃহত্তমটি হয়েছে ২০২২ সালে যখন দেশে প্রথম বারের মতো ডেঙ্গু আক্রান্ত রোগীর দেহে DENV-4 সেরোটাইপের উপস্থিতি পাওয়া গেছে। ২০২২ সালের ২০ নভেম্বর পর্যন্ত ল্যাবরেটরীতে পরীক্ষিত ডেঙ্গু কেসের সংখ্যা ছিলো ৫২,৮০৭ এবং মৃত্যু ২৩০ জন।

কারণ

মশাবাহিত রোগে বিস্তারের সময়কাল হলো বর্ষা মৌসুম।  ২০১০ সাল থেকে ডেঙ্গু রোগের বৃদ্ধির কারণ আঞ্চলিক বৃষ্টিপাত (মে থেকে সেপ্টেম্বর) এবং পরিবেশের উচ্চ তাপমাত্রার সাথে সম্পর্কিত। অত্যধিক বৃষ্টিপাত, জলাবদ্ধতা, বন্যা, তাপমাত্রা বৃদ্ধি এবং দেশের প্রচলিত ঋতুতে অস্বাভাবিক পরিবর্তনের কারণে বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি ডেঙ্গু এবং ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো অন্যান্য ভেক্টর বাহিত রোগের সংক্রমণের জন্য আরও অনুকূল হয়ে উঠছে। এছাড়া সংক্রমণ ও বিস্তারের কারণ হিসেবে অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার অবনতি  এবং কার্যকর ভেক্টর বা বাহক নিয়ন্ত্রণের অভাব তো রয়েছেই। অপর্যাপ্ত পানি সরবরাহের কারণে, পানি সঞ্চয়ের অনুশীলনকে ডেঙ্গু মহামারীতে একটি প্রধান অবদানকারী হিসাবেও বিবেচনা করা হয়। 

করণীয়

যেহেতু ডেঙ্গু প্রতিরোধে বর্তমানে কোনো কার্যকর ভ্যাকসিন আমাদের দেশে পাওয়া যায় না, তাই প্রতিরোধের একমাত্র সম্ভাব্য উপায় হল ভেক্টর বা বাহক নিয়ন্ত্রণ। এছাড়াও গবেষণায় দেখা গেছে যে, যে কমিউনিটিতে ডেঙ্গু সম্পর্কিত জ্ঞান সাধারণত বেশি সেখানে ডেঙ্গু রোগের ঝুঁকি কম। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে যা যা করতে হবেঃ

১) জমে থাকা পরিষ্কার পানিতে সাধারণত এডিস মশা বংশবৃদ্ধি করে। তাই বাসস্থানের আশেপাশে জমে থাকা পানি ফেলে দিতে হবে।

২) গবেষণায় দেখা গিয়েছে ডেঙ্গুর নতুন ভাইরাস ২৪ ঘন্টার যে কোনো সময়ই কামড়াতে পারে। তাই মশা প্রতিরোধক ক্রীম, মশা তাড়ানোর ওষুধ এবং মশারী ব্যবহার করতে হবে।

৩) ঘরে মশার প্রবেশ প্রতিরোধে জানালায় নেট লাগানো যেতে পারে।

৪) ডেঙ্গু আক্রান্ত রোগীর অবস্থা গুরুতর না হলে যদি তাকে বাসায় রেখে চিকিৎসা করানো যায় তবে অবশ্যই তাকে মশা কামড় থেকে রক্ষা করতে হবে। তাকে প্রচুর পরিমাণ পানি ও তরল জাতীয় খাবার খাওয়াতে হবে এবং তেল-মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে।

৫) গুরুতর অবস্থার রোগীর ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (Source: https://www.who.int)

বাংলাদেশে ডেঙ্গুর এমন ভয়াবহ রূপের ফলে কার্যকর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি অন্যতম উদ্বেগের বিষয়। তাই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে  প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তো ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আপনার নেওয়া প্রথম পদক্ষেপ কোনটি? আমাদের জানান কমেন্ট বক্সে।

Writer: Mrs. Genos | thegenoslife@gmail.com

Source:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *